আমাদের সম্পর্কে
বাঙলাপাঠ সামান্যপাঠ-প্রভাবিত একটি কর্মশালা। এর উদ্দেশ্য বাঙলার ভাষা, শিল্প, ভূপ্রকৃতি, জনপদ, নৃসংস্থান, লোকাচার, পুরাকীর্তি ও ইতিহাসের একটি নির্ভরযোগ্য পাঠ নির্মাণে সহায়ক ভূমিকা রাখা। কোনোপ্রকার জাতীয়তাবাদের উগ্রতা, আগ্রাসন বা উন্নাসিকতা উসকে দেওয়া এই কর্মশালার লক্ষ্য নয়।